Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২৪

কার্যাবলি

১৯৮৩খ্রিঃ সনে সাংগঠনিক পুনঃবিন্যাস সংক্রান্ত কমিটি (এনাম কমিটি) এর প্রতিবেদনে উল্লেখিত চার্টার অব ডিউটি, বাংলাদেশ মার্চেন্ট শিপিং অধ্যাদেশ-১৯৮৩ এর সংশ্লিষ্ট ধারা এবং সময়ে সময়ে মন্ত্রণালয় হতে জারীকৃত নির্দেশনানুযায়ী নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর নিম্নোক্ত কার্যক্রম সম্পাদন করে আসছে :

  • জাহাজে নিযুক্তির প্রত্যাশায় দেশের প্রত্যন্ত অঞ্চল হতে চট্টগ্রামে আগত এবং জাহাজের চাকুরী হতে নিষ্কৃতির পর দেশের প্রত্যন্ত অঞ্চলে গমনের অপেক্ষারত নাবিকদের সাময়িক আবাসন সুবিধা প্রদানকল্পে দেশের একমাত্র সরকারী সীম্যান্স হোস্টেল পরিচালনা। উক্ত সীম্যান্স হোস্টেলের মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত স্বল্পমূল্যে নাবিকদের আবাসনের ব্যবস্থা, চিকিৎসা, কেন্টিন সুবিধা ও চিত্তবিনোদন ও অন্যান্য সুবিধা প্রদান করা।
  • জাহাজে নাবিকদের থাকা, খাওয়া, চিকিৎসা, পানীয় ইত্যাদি বিষয়ে অভিযোগ প্রাপ্তি স্বাপেক্ষে বাংলাদেশ মার্চেন্ট শিপিং অধ্যাদেশ-১৯৮৩ এর ১৯১ ধারার বিধানমতে বাংলাদেশের বন্দরে আগত দেশী-বিদেশী পতাকাবাহী জাহাজসমূহ পরিদর্শন করা।
  • জাহাজে চাকুরীকালে নাবিক পরিবারকে প্রযোজ্য ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা।
  • দুঃস্থ ও অসুস্থ নাবিকদের চিকিৎস্বার্থে ও মৃত নাবিকদের সৎকার কাজে নাবিক কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা।
  • নাবিক সন্তান-সন্ততিদের শিক্ষা সহায়তা প্রদানকল্পে সীম্যান্স এডুকেশন ট্রাষ্ট ফান্ড হতে বাৎসরিক এককালীন শিক্ষা অনুদান প্রদান করা।
  • লেভী তহবিল বিধি অনুযায়ী বন্দরে আগত জাহাজ হতে লেভী আদায়।
  • লেভী তহবিলের অর্থায়নে উক্ত International Seafarers Drop in Center এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরে আগত বিদেশী নাবিকদের বিনামূল্যে Transport সুবিধা, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা প্রদান করা।
  • নাবিকদেরকে ফ্রি ট্রান্সপোর্ট সার্ভিস প্রদান করা (সীম্যান্স হোস্টেল হতে সরকারি কার্য ভবন-১, আগ্রাবাদ পর্যন্ত আনা-নেয়া)।
  • নাবিক রিক্রুটিং এজেন্ট সমূহের কার্যক্রম পরিদর্শন।
  • নাবিকদের সামাজিক নিরাপত্তা, বকেয়া বেতন, ক্ষতিপুরণ ইত্যাদির ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান।