Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ অক্টোবর ২০২২

কমিটির নাম: লেভী তহবিলঃ বাংলাদেশ মার্চেন্ট শিপিং অধ্যাদেশ-১৯৮৩ ধারা এর ১২(৪) (ই) এবং মেরিটাইম লেবার কনভেনশন-২০০৬ এর গাইড লাইন মোতাবেক নাবিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণের লক্ষ্যে বাংলাদেশের বন্দরে আগত জাহাজসমূহ হতে নির্দিষ্ট হারে লেভী আদায়ের জন্য ‘‘লেভী সংগ্রহ বিধিমালা-২০১৩’’ প্রণয়ন করা হয়। যা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা ০১-০৭-২০১৩খ্রিঃ তারিখ মূলে প্রকাশিত হয়। উক্ত বিধি মোতাবেক চট্টগ্রাম ও মোংলা বন্দরে আগত দেশী-বিদেশী পতাকাবাহী সমুদ্রগামী সকল নৌবাণিজ্য জাহাজ প্রতিবার বন্দর ত্যাগ কালীন সময়ে ২০(বিশ) ইউএস ডলার এর সমপরিমান বাংলাদেশী মুদ্রায় লেভী প্রদান করেন, উক্ত লেভী ‘‘লেভী তহবিল শিরনামে’’ রুপালী ব্যাংক, বিদ্যুৎ ভবন শাখা, আগ্রাবাদ, চট্টগ্রামের সঞ্চয়ী হিসাব নং- ১৩০৫০১০০০৭৫২৫ মূলে ০১-০১-২০১৪খ্রিঃ তারিখ হতে লেভী জমা হচ্ছে। বর্ণিত বিধিমালা মোতাবেক আলোচ্য লেভী প্রদান ব্যতিরেকে নৌবাণিজ্য অধিদপ্তর ও সরকারি সমুদ্র পরিবহন অফিস কোন জাহাজকে বন্দর ত্যাগের অনুমতি প্রদান করবেন না। বর্ণিত বিধি অনুযায়ী লেভী তহবিলের জমাকৃত টাকা সরকারী কোষাগারে ১৫% হারে, দাপ্তরিক খরচ ১০% হারে এবং নাবিক কল্যাণ কাজে ৭৫% হারে ব্যয়ের বিধান রয়েছে। তারই ধারাবাহিকতায় উক্ত কার্যক্রম চলমান। বন্দরে আগত বিদেশী নাবিকদের ড্রপ ইন সেন্টার এর মাধ্যমে ট্রান্সপোর্ট, টেলিফোন, ইন্টারনেট ব্যবহার ও চিত্তবিনোদন সুবিধা প্রদান ও অন্যান্য নাবিক কল্যাণ কাজে কমিটির সিদ্ধান্তের মাধ্যমে বাৎসরিক ব্যয়ের বরাদ্দ ব্যয় তহবিল হতে মিটানো হয়।

কমিটি গঠনের তারিখ: ২০১৯-১২-০৮

কমিটি টাইপ:

ফাইল: 2021-03-16-13-10-fc67e25cfc40c25763f5600539ca804c.pdf