কমিটির নাম: সীম্যান্স এডুকেশন ট্রাস্ট ফান্ডঃ লন্ডনস্থ ক্ল্যান স্টীমার কোম্পানী এর ক্ল্যান কীথ জাহাজ ১৯৬১ইং সনে ভুমধ্যসাগরে নিমজ্জিত হলে তদানীন্তন ৫১ জন পূর্ব পাকিস্তানী নাবিক প্রাণ হারান। নিহত নাবিকদের জীবন ক্ষতিপূরণ প্রদানের পর উক্ত কোম্পানী নিহত নাবিকদের জীবন ক্ষতিপূরণ প্রদানের পর উক্ত কোম্পানী নিহতদের সন্তানদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের জন্য ১৯৬২ ইং সনে এককালীন সাহায্য হিসেবে ১০,০০০ পাউন্ড প্রদান করেন। প্রথম উক্ত টাকা দিয়ে লন্ডনে ট্রেজারী বিল ক্রয় করা হয়। পরবর্তিতে উক্ত মূলধনের পরিমাণ ৪,২০,০০০/- টাকায় উন্নীত হয়। নাবিক কল্যাণ ফান্ড কমিটির ১৫তম সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে সরকারী সমুদ্র পরিবহন অফিসে নাবিকদের লগফাইল হিসাবে রক্ষিত দাবিদারবিহীন অর্থ ২২,৮০,০০০/- টাকা উক্ত খাতে স্থানান্তর করা হয়। লেভী তহবিল পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নাবিক সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে বিভিন্ন ব্যাংকে রক্ষিত এফডিআর হতে প্রাপ্ত মুনাফা নাবিক সন্তানদের শিক্ষা সহায়তা স্বরুপ বাৎসরিক থোক অনুদান প্রদান করা হয়।
কমিটি গঠনের তারিখ: ১৯৭১-০১-১৮
কমিটি টাইপ: