Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০২২

কমিটির নাম: নাবিক কল্যাণ তহবিলঃ পটভূমিঃ তদানিন্তন পাকিস্তান আমলে দেশী-বিদেশী জাহাজে কর্মরত নাবিকদের অবসর কালিন সুবিধা প্রদানের জন্য ডেফার্ড ক্রেডিট গ্র্যাচুয়েটি স্কীম চালু হয়। উক্ত স্কীম এর অধীনে জাহাজ মালিক এবং নাবিক ইউনিয়ন এর মধ্যে সম্পাদিত দ্বি-পক্ষীয় চুক্তির আওতায় নাবিকগণ জাহাজে চাকুরি কালিন সময়ের জন্য মূল বেতনের ৬% হারে ডেফার্ড ক্রেডিট এবং ১.২৫% গ্র্যাচুয়েটি হিসাবে পান, যা বর্তমানেও যথাক্রমে ৪% এবং ১.৭৫% হারে বলবৎ আছে। উক্ত অর্থ প্রত্যেক নাবিকের নামে আলাদা আলাদা সঞ্চয়ী ব্যাংক একাউন্টে রূপালী ব্যাংক লিঃ এইচ.এস এর শাখার অধীনে সরকারী সমুদ্র পরিবহন অফিসের বুথে জমা থাকে। ডেফার্ড ক্রেডিট ও গ্র্যাচুয়েটি স্কীম অনুযায়ী একজন নাবিকের সন্তষজনক চাকুরির পর উক্ত অর্থ পাওয়ার অধিকারী হয়। কোনো নাবিকের মৃত্যুর পর উক্ত নাবিকের উত্তরাধিকারীগণকে জেলা প্রশাসকের মাধ্যমে তার জমাকৃত টাকা প্রদানের ব্যবস্থা করা হয়। কোনো নাবিক বিদেশে বন্দরে অবৈধভাবে জাহাজ ত্যাগ করলে বা গুরুতর শৃংঙ্খলা ভঙ্গের কারণে দোষী সাব্যস্ত হয়ে সিডিসি বাতিল হলে দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী (মালিক, নাবিক ও ইউনিয়ন) তার অনুকূলে বর্ণিত জমাকৃত অর্থ বাজেয়াপ্ত হয় এবং তা প্রদান কারী জাহাজ মালিক পাওয়ার অধিকারী হয়। ১৯৯৮ সালে পলাতক বা শৃংঙ্খলা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত ২,৫৬৬ জন নাবিক সনাক্ত করা হয়। দোষী সাব্যস্ত নাবিকদের সংশ্লিষ্ট জাহাজ মালিকদের অস্তিত্ব না থাকায় তাদেরকে বর্ণিত খাতের অর্থ ফেরত প্রদান করা যায়নি। আলোচ্য স্কীম এর অর্থ প্রধানত লন্ডন ভিত্তিক কোম্পানী সমূহ প্রদান করেছেন বিধায় লন্ডন ভিত্তিক জাহাজ মালিক সমিতির সাথে যোগাযোগ পূর্বক দোষী সাব্যস্ত নাবিকদের অনুকূলে উক্ত খাতে জমাকৃত অর্থ নাবিক কল্যাণে ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়। উক্ত প্রেক্ষাপটে নৌপরিবহন মন্ত্রণালয়ের ৩০-০৬-১৯৯৮ খ্রিঃ তারিখের প্রজ্ঞাপন মোতাবেক চিহ্নিত অবৈধভাবে জাহাজ থেকে পলায়ন বা গুরুতর দোষী সাব্যস্ত নাবিকদের অনুকূলে ডেফার্ড ক্রেডিট ও গ্র্যাচুয়েটি খাতে জমা হওয়া অর্থ (৬,৫৪,৩১,৩১০/-) বাজেয়াপ্ত করা হয় এবং রূপালী ব্যাংক লিঃ শহীদ সোহরাওয়ার্দী শাখা চট্টগ্রামে একটি সঞ্চয়ী হিসাবে জমা রাখা হয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী উক্ত একাউন্ট নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের পরিচালক এবং সহকারী পরিচালক এর যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়।

কমিটি গঠনের তারিখ: ২০১৯-১২-০৮

কমিটি টাইপ:

ফাইল: 2021-03-16-13-03-e67069722e0f104c3f42eb216c1bfac9.pdf 2021-03-16-13-03-e67069722e0f104c3f42eb216c1bfac9.pdf